মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। গোলাম সারওয়ার ভুট্টু মাস্টারের সঞ্চালনায় এবং ময়নুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল (বিএসসি), কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটন, ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী, উপজেলা জাসাস নেতা সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রানা, শুভ ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও সংগ্রাম চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভাপতির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক, অন্যায়ের সঙ্গে যিনি কখনো আপোষ করেননি। আজ আমরা সকলে একত্রিত হয়েছি তার রুহের মাগফিরাত কামনা করতে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
তিনি আরও বলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আলহাজ্ব সৈয়দ আলীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ের নেতাকর্মীদের সর্বদা সজাগ থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সবশেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।