কলমেঃ শিরিনা আক্তার
বন্ধু তুমি মুক্ত হারানো দিন
কিছু কথা বলা
পাশাপাশি চলা
রয়েছে অনেক ঋন।
বন্ধু তুমি শেষ বিকেলবেলা
শাসনে বারনে
ছুটোছুটি করা, লুকোচুরি খেলা
হয়েছে অনেকদিন।
বন্ধু তুমি পাঠশালায় আগমন
উচ্ছ্বাসে উল্লাসে
একাকার হওয়া
কখনো বা পাঠশালা পলায়ন।
বন্ধু তুমি ফুটবল খেলার মাঠ
রোদেলা দুপুরে
ঘন বর্ষনে
ডুব দিতে যাওয়া এক পুকুরের ঘাট।
বন্ধু তুমি বারবার ফিরে আসা
জয় পরাজয়ে
মিছে অভিমানে
না বলা অনেক ভাষা।
বন্ধু তুমি আমার পৃথিবী কেঁপে ওঠা
হাওয়ায় হাওয়ায়
নব উদ্যমে
দূরন্ত সেই ছোটা।
বন্ধু তুমি সুদূর নীলাকাশ
অজানা জানায়
ভেসে ভেসে চলা
বসন্ত বাতাস।
বন্ধু তুমি এলোমেলো বলা কিছু
বিস্ময় স্বভাব
সবুজ শ্যামলে
ছুটে চলা পিছু পিছু।
বন্ধু তুমি গুমরে ওঠা মন।
সহনে যতনে
আষাঢ় শ্রাবণে
বসে থাকা কিছুক্ষন।
বন্ধু তুমি ভাবনায় কাছে পাওয়া
যাতনা বিরহে
কি জানি কি মোহে
শুধুই পথ চাওয়া।
বন্ধু তুমি ঝড়ের দমকা হাওয়া
চোখের পলকে
বিজলি ঝলকে
নিমেষে হারিয়ে যাওয়া.
বন্ধু তুমি প্রানের মধুর ভাষা
হর্ষ মুখরে
বেদনা বিঁধুরে
অনেক পুরোনো আশা।
বন্ধু তুমি শিল্পীর আঁকা ছবি।
চাঁদের জোছনায়
সুরের মূর্ছনায়
আনমনা এক কবি।
বন্ধু তুমি চেতনার সংগ্রাম
সসীম পরশে
অসীম সাহসে
চলে যাওয়া অবিরাম।
বন্ধু তুমি বিষন্ন উদাসী মন
ভেঙে চুরে যাওয়া
মরু চরে ধাওয়া
আমার নির্বাসন।
বন্ধু তোমাকে অভিবাদন।
স্মৃতির পাতা খোলো
হ্দয়ে মশাল জ্বালাও তুমি
আঁধারে জ্বালাও আলো।