মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ করা হবে।
গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশে ব্যানার ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় রংপুরের কাউনিয়া উপজেলায় গণভোট বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ব্যানার ও লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিস পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রচারকালে উপজেলা নির্বাহী অফিসার মিস পাপিয়া সুলতানা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপারের সঙ্গে ভোটারদের একটি আলাদা গণভোটের ব্যালট পেপার সরবরাহ করা হবে। গণভোটের ব্যালট পেপারে ‘হ্যাঁ’ অথবা ‘না’—এর যেকোনো একটিতে সিল দিয়ে ব্যালট পেপার ভাঁজ করে নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে।
তিনি আরও জানান, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভোটার গণভোটের পোস্টাল ব্যালট পেপার (ফরম-২)-এ ‘হ্যাঁ’ বা ‘না’-এর পাশে নির্ধারিত ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে তাঁর মতামত প্রদান করতে পারবেন।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে গণভোট সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
মোঃ আমজাদ হোসেন
কাউনিয়া, রংপুর
মোবাইল : ০১৭৩৫-৬৭৯৫৮৭