
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের কারও শাসনামলেই দুর্নীতিমুক্ত প্রশাসনের নজির পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম এর মনোনীত নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। ও
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডোমার উপজেলার আইডিয়াল একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বারবার ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষ প্রকৃত সুশাসনের স্বাদ পায়নি। ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেরা যেমন দুর্নীতিতে জড়াবে না, তেমনি কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রতিটি সংসদীয় আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা হবে। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও জামায়াতে ইসলামী কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার সুযোগ পায়নি উল্লেখ করে তিনি বলেন, একবার সুযোগ পেলে দলটির সক্ষমতা প্রমাণিত হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের ভূমিকা হতে হবে রাষ্ট্র ও জাতির স্বার্থে। কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।
ডোমার উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম। সভায় ডোমার ও ডিমলা উপজেলার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।