মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সাতগড়িয়া পাড়ার তরুণ সমাজের উদ্দ্যোগে শহীদ শরীফ ওসমান হাদী'র স্মরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট'র ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।
০৫ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় উপজেলার সাতগড়িয়া পাড়ায় একটি মাঠে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট'র ফাইনাল ম্যাচে দরবেশিয়া ব্যাটমিন্টন জুটি চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর লোহাগাড়া ডিজিএম মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফাহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব তাহের, মোঃ মহিউদ্দিন মুন্না, দুবাই প্রবাসী মোঃ কামাল উদ্দিন, লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সংগঠক মোঃ তাইফুল ইসলাম ও দুবাই প্রবাসী এস আর সাকিব প্রমূখ।
লোহাগাড়া সাতগড়িয়া পাড়ার ক্রীড়ানুরাগী সাকিব বিন হাবিব, মো: আল রাফি ও মোহাম্মদ সাকিব এর সার্বিক তত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদী'র স্মরণে এ ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শহীদ শরীফ ওসমান হাদী'র স্মরণে আয়োজিত এ ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজকরা জানান, শহীদ শরীফ ওসমান হাদী'র স্মরণে তরুনদের উজ্জিবিত করতে এই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট'র আয়োজন করা হয়।
আয়োজিত এ টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতায় করেছেন সাতগড়িয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ।