
মতিউর রহমান,সরিষাবাড়িঃ
দীর্ঘ প্রায় দেড় বছর পর অভিভাবক ফিরে পেয়েছে সরিষাবাড়ি অনার্স কলেজ। বিগত হাসিনা সরকারের আমলে পদ পদবী দলীয় করণের মাধ্যমে চেয়ার দখল হওয়ায় পুরো কলেজ আওয়ামীলীগের নিয়ন্ত্রনে পরিচালিত হয়েছে বলে জানা যায়। হাসিনা সরকার ক্ষমতাচ্যুতির পর নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে চলছে কলেজের কার্যক্রম।
সূত্র জানায়- উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এবং পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ পদে দলীয় প্রভাবে নিয়োগপ্রাপ্ত হন। সভাপতি আসিন হন উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা। ২০২৪ইং সালের ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলন ও গণ অভ্যুস্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর অধ্যক্ষ,উপধ্যক্ষ ও সভাপতি গা ঢাকা দেয়। ফলে অত্র কলেজটি অনেকাংশেই অভিভাবকহীন হয়ে পড়ে। ব্যহত হয় সকল দাপ্তরিক কর্মকান্ড। ৫ সহাস্রাধিক শিক্ষার্থীর ঐতিহ্যবাহি এ বিদ্যাপিঠের নানা উৎকণ্ঠা ও সংকোচ উপেক্ষা করে গুরু দ্বায়িত্ব নিজ কাধে তুলে নেন সহঃ অধ্যাপক আমিমুল এহছান শাহীন। ফরিদুল কবির তালুকদার শামীম আসিন হন সভাপতি পদে। অলিখিতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমিমুল এহছান প্রায় এক বছর দ্বায়িত্ব পালন করেন। গত ১ ডিসেম্বর -২০২৫ইং তিনি যথাযথ প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বলে জানা যায়। অতপর ৩ জানুয়ারী রবিবার সকালে আমিমুল এহছান আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ভাঃ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় অনার্স কলেজ পরিবার। এ সময় অনার্স কলেজের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক মন্ডলী,লেকচারারবৃন্দ অফিস স্টাফসহ সুধি মন্ডলী উপস্থিত থেকে স্বস্ফুর্তভাবে নবাগত ভাঃ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।