আশিক খান নিতু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নিয়ে গানটি লেখেছেন ও সুর করেছেন আশিকুর রহমান জিওন(এআর জিওন)
৫ জানুয়ারি বিকেল ৫ টায় গানটি AR JION নিজেস্ব ফেইসবুক পেইজে রিলিজ করেই ব্যাপক সারা ফেলেছে ঠাকুরগাও জেলাসহ পার্শ্ববর্তী জেলা গুলোতে।
হ্যালো ঠাকুরগাঁও শিরোনামের গানটিতে জেলার আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
গানটি তে কন্ঠ দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটার হিমালয় বর্মন, শ্রাবন্তী, ভ্যাগ্য, জীবন রয়, রনি হাসান ও এআর জিওন।
ঐতিহ্যবাহী স্থান ও কালচার নিয়ে গানটিতে অভিনয় ও প্রচারণা করেছেন ঠাকুরগাঁওয়ে ছোট বড় সব ধরনের কনটেন্ট ক্রিয়েটার সহ ঠাকুরগাওবাসি।
এআর জিওন বলেন গানটি বানিজ্যিক কোন লাভের আশায় তৈরী করা হয়নি মুলত: নিজের জেলাকে ভালোবেসে ঠাকুরগাঁওয়ের টানে দীর্ঘ ৫ মাসের পরিশ্রমে গানটি প্রস্তুত করতে পারা বলে জানিয়েছেন।