কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হেমন্তের প্রকৃতি শীতলতায় ভরা
কালেভদ্রে কোথাওবা দেখা দেয় খরা!
রাতে শিশির ফোঁটা যেন বৃষ্টি ঝরায়
শিশু-কিশোর বৃদ্ধ, শীত নিবারণে, আগুন জ্বালায়!
দুর্বা ঘাস তুষারে, শ্বেতশুভ্র তায় গেছে ঢেকে
অনিশ্চয়তায় জীবন পথ আমার, একাকিত্বে গেছে এঁকেবেকে!
হাঁটছে মানুষ পেটের অন্ন যোগাতে, হিমেল অনিশ্চয়তার পথে
শীত নিবারনের সামান্য বস্ত্র আর ফিনফিনে ছিন্ন চাদর সাথে!
প্রকৃতির অপরূপ সবুজ শস্যক্ষেত আজ, তুষার শুভ্র
আম-জাম কাঠাল চালতে পাতার রং সবুজ নয় আজ কিছুটা অভ্র!
গম ক্ষেতের মাকড়সা জালে পতঙ্গ পড়ছে ধরা
শিশির বর্ষণ হয়েছে মুষলধারে, তাই পতঙ্গ গেছে মারা!
কোন বধূ জমে গেছেন শৈত্য প্রবাহে, একা কম্বল নিচে
সন্ধ্যায় বন্ধ হয়েছে সব যানবাহন, বধূর খসম বাসায় ফিরবেন কিসে?
নিরুত্তাপ ছিলেন একাকী সারা নিশি বধূ, জাড়ে নিদ্রাহীন
ভার্যা তার রাগে কটমট, রাত পোহালে বাসায় ফিরে পতি নিশ্চুপ অমলিন!
বিহগ বিহগী র কিচির-মিচির কুজ্ঝটিকায় নাহি থামে
খুব বিহানে মাটিকাটা শ্রমিক কোদাল কুপিয়ে, নেয়ে ওঠে অঝোর ঘামে!
রসের পুলি পায়েস আগুন পোহাতে পোহাতে, বাঙালি বধূ রাঁধে
নন্দিত অপরূপা নির্মুল উদার মনে, শীতে হাঠু ঠকঠক, শাকসবজি কৃষক বাঁধে !