মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ
এই যে পাখিরা উড়ে ছেড়ে যায়,
মুক্ত স্বাধীন বেশে।
নীল আকাশে মেঘের ওপারে
অজানা কোনো দেশে।
নীল পরীদের দেশে দেশে
পাখিরা ডানা মেলে।
নীল পরীদের সাথে তারা,
বেড়ায় হেসে খেলে।
আপনজনের মত যেন
সবাই সেৎাায় চেনা।
ইচ্ছে মতো নাওয়া খাওয়া,
ইচ্ছে মতো বলা।
ইচ্ছে মতো তোমার যত
মনের কথা বলা।
বেলা গড়ে একটু যখন
বিকেল হয়ে আসে।
পাখির কিছু লাগে না ভালো,
হয়ে যায় ফ্যাকাশে।
সবুজ ঘেরা বন পাহাড়,
ধুসর রঙের মেঘ।
সূর্যের আলোতে রঙ ছড়িয়েছে,
কি! অপরুপ দেখ।
তবুও পাখির মনে কোনো,
স্বাদ বয়ে না আনে।
হঠাৎ পাখি উড়াল দিলো,
স্বদেশের টানে।