কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি কি কখনো হেঁটেছো
মটরশুঁটি সরিষা ক্ষেতের আল ধরে?
ভিজিয়েছ আলতা মাখা দু'টি পা শিশিরে
মেখেছো সরিষা ফুলের পরাগ রেণু গা ভরে?
কখনো হেঁটেছো সেই ধানক্ষেতের পথ বেয়ে
দেখেছো বাতাসের দোলায় সবুজ পাতার নুয়ে পড়া উর্মিমালা?
গম ভুট্টা চিনা কাউনের আলক্ষেতে গেলে পাবে প্রকৃতির আসল ঘ্রাণ
প্রকৃতির হিন্দোলে তোমার ষোড়শী যৌবন হবে উতালা!
ভরা ভাদ্রে কখনও নাও বেয়ে গেছো শাপলা তুলতে
চাষীর দূঃখ কবির কবিতা ফসহীন হাওড়ের মত বিল!
শাপলা ছাড়া আর কিছু নাই, ডাহুক জোড় বেঁধে হাটে শাপলা পাতায়
এমনি নানা বৈচিত্র্যময় ষড়ঋতুর গ্রাম বাংলা নদী নালা ঝিল!
গেছো কখনও প্রিয়তমার সাথে অধিক রাতে পালিয়ে
ঘাটে বাঁধা নাও ছেড়ে গোপন অভিসারে অতল ধানক্ষেতে?
শঙ্কিত মন তবুও এলোচুলে প্রিয়ার কোলে মাথা রেখে খুনসুটি
চকিত ছন্দপতন, মাছ লাফিয়ে উঠে নায়, সাপের মুখে ব্যাঙের চীৎকার, কোড়া কুহ কুহ ডাকছে সঙ্গীর সঙ্গ পেতে!!