
মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ‘শাপলা কলি’ সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার ৭ জানুয়ারি উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সভাপতি মোঃ ইমরান, সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজান, এীশা সম্পাদক মোঃ রিফাত ইসলাম, প্রচার সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সম্মাননা গ্রহণের পর আখতার হোসেন সাংবাদিকদের বলেন, “এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহিত করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে। আমি মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আখতার হোসেনের সমাজসেবা ও মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ায় এই সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ‘শাপলা কলি’ সম্মাননা কাউনিয়ায় সামাজিক ও মানবিক কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে থাকে।