
মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে ও তাঁর রুহের আত্মার মাগফিরাত কামনায় রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পরেশ বাজার বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছাদেক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করেন। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।