এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী পাবনা বার সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মাসুদ খোন্দকার ও অ্যাডভোকেট কাজী আলম পরিষদের উদ্যোগে বুধবার(৭ জানুয়ারি ২০২৬) বাদ জোহর, পাবনা বার সমিতির প্রধান ভবনের চারতলায়
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পাবনা বারের মৃত্যুবরণকারী সকল আইনজীবীবৃন্দের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, পাবনার কৃতি সন্তান, পাবনা মাটি ও মানুষের নেতা, পাবনা জেলা বিএনপির প্রধান সমন্বয়ক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ পাবনা-৫ এর ধানের শীষের কান্ডারী পাবনা বার সমিতির সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বার সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ এহিয়া(সাধারণ সম্পাদক পদপ্রার্থী), পাবনা বার সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক
মহোদয় বৃন্দ সহ ক্যাবিনেট মেম্বারগন।
আসন্ন পাবনা বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সম্মানিত লার্নেড অ্যাডভোকেট আলহাজ্ব মির্জা আজিজুর রহমান, অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ পি.কে. সাধারণ সম্পাদক পদপ্রার্থী লার্নেড অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় সহ
বিজ্ঞ অ্যাডভোকেট বৃন্দ সহ পাবনা বার সমিতির সকল অ্যাডভোকেট, শিক্ষানবিশ আইনজীবীগন, ষ্টাফ-কর্মচারীসহ আইন অঙ্গনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করা হয়। দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য ও আসন্ন নির্বাচনে মঙ্গলের জন্য সকলের কল্যাণের দোওয়া করা হয়।
পাবনা বার সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি মৃত্যুবরন কারী বিজ্ঞ আইনজীবীগনের আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করার হয়।
মিলাদ ও দোওয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ সিবগাতুল্লাহ। মিলাদ ও দোওয়া শেষে সকল আমন্ত্রিত অতিথি ও উপস্থিতিদেরকে পাবনা বার সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মাসুদ খোন্দকার ও অ্যাডভোকেট
কাজী আলম পরিষদের আয়োজনে আপ্যায়ন করা হয়।