মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। একই দিনে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়ে আদায় করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগীতায় সিংগাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে সিলিন্ডার গ্যাস বিক্রেতা আমিন উদ্দিনকে ৫০ হাজার টাকা , সাইদুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
এ সময় পৌর বাজার এলাকার প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটও উচ্ছেদ করা হয়। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগ হ্রাস পায়।
এদিকে,একই দিনে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অনুমোদনহীনভাবে কৃষি জমির উর্বর মাটির (টপসয়েল) স্তর কর্তনের দায়ে আরশেদ নামের আরেক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ মো.হাবেল উদ্দিন জানান,সিংগাই পৌর বাজারে গ্যাসের দাম ন্যায্য মূল্যের চেয়ে বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আমিন উদ্দিন নামক এক ব্যক্তিকে ৫০ হাজার ও সাইদুর রহমান নামক ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং বলধারা ইউনিয়নের মানিকদহ নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার জন্য আরশেদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থ দণ্ড প্রদান করে আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।