
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থা ও ভালবাসার একটি মানবিক সংগঠন চট্টগ্রামের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। দীর্ঘ ৬ বছর ধারাবাহিকভাবে প্রায় ৬১৫ পরিবারকে সহায়তা দিয়ে আসছে এ সংগঠনটি। তারাই ধারাবাহিকতায় ০৭ জানুয়ারি উপজেলা পদুয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও বিবাহ সামগ্রী প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন,আমাদের এ ক্রান্তিলগ্নে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এ সহায়তা আমাদের জন্য আল্লাহর এক অপার রহমতস্বরূপ। যাদের অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে এ সংগঠন আর্থিক সহায়তা দিয়ে আসছে সবার জন্য আন্তরিক দোয়া করছি। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী সৌদি প্রবাসী ফয়েজ চৌধুরীকে আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রাহমান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুরশেদুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল কবির, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ফাহাদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি এস এম চিশতি, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন, চরম্বা ইউনিয়ন প্রতিনিধি নেজাম উদ্দিন, একরামুল হক, সভাপতি গ্রিস শাখা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, তৌসিফ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৌদি আরব কেন্দ্রীয় কার্যকরী পরিষদ মুহাম্মদ মিজানুর রহমান (নিশান)শিক্ষা বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী কার্যকরী পরিষদ, মুহাম্মদ ইউনুছ, সহ সভাপতি ওমান প্রবাসী কার্যকরী পরিষদ, মুহাম্মদ খানে আলম,সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী শাখা, মুহাম্মদ ইলিয়াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সৌদি আরব মাহাইল প্রবাসী কার্যকরী পরিষদ, দুবাই শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাহিন প্রমূখ।