মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কাউনিয়া উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে মিষ্টি কুমড়া চাষে প্রণোদনা হিসেবে সার, বীজ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন চর এলাকার মোট ২৬৮ জন কৃষক ও কৃষানীর মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে উন্নত জাতের মিষ্টি কুমড়ার বীজ, রাসায়নিক সার ও চাষাবাদের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ প্রদান করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা,
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চরাঞ্চলের অনাবাদি ও বালুময় জমিতে মিষ্টি কুমড়া একটি লাভজনক ফসল। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা অল্প খরচে ভালো ফলন পেতে পারেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলের পতিত জমি আবাদে আনা, কৃষকের আয় বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।