মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলা দরবেশহাট মুহাম্মদীয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ জানুয়ারি, ২৬, বুধবার, বিকালে মাদ্রাসা ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্মাজান ফার্নিসার এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এরফান।
মাদ্রাসার সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লোহাগাড়া ইসলানিয়া ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী। মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ হোসাইন এর সন্চলনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন জামিয়া ইবনে আব্বাস (রাঃ) মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা শোয়াইবুল ইসলাম কাশেমী। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ জিয়াউল ইসলাম ও মাওলানা মাহমুদুল্লাহ সোলতানী।