
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, সুনামগঞ্জ-১ আসনের অধীনস্থ ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেল ধর্মপাশা উপজেলায় বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার) ২২৪-সুনামগঞ্জ-১আসনের জননেতা আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি, আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লিয়াকত আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল হক, যুগ্ম-আহবায়ক এস এম রহমত, যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো,
ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক হাজী ইকবাল হোসেন, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক নুরে আলম নুরু,
সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা কৃষকদল আহবায়ক মোঃ ফারুক আহমেদ, সদস্য সচিব মিলন মজুমদার কবির সহ ধর্মপাশা উপজেলা ছাত্রদল, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদল, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল সহ ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপাশা উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।