মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলা ও মরহুম মোস্তাক আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কর হয়েছে।
৮ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল ৪ টায় লোহাগাড়া মর্ডাণ কমিউনিটি সেন্টারে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক এমপি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য পুত্র এটিএম জাহেদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা এম আবদুর রহিম এর সার্বিক সহযোগিতায় ৩০০ অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র, লোহাগাড়া উপজেলা ছাত্রদল এর সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা এম আবদুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল,চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জান্নাতুল নাঈম চৌধুরী রিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার মুন্নি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, লোহাগাড়া উপজেলার সভাপতি রেহেনা আক্তার।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশান এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোহেল আরিফ, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, আবু তাহের ও তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আসা শীর্তাথ অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবার গুলো কম্বল পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।