
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতি, চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় ডিমলা সদর ইউনিয়নের পোস্ট অফিস মোড়স্থ ইউনিয়ন জামায়াত কার্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিমলা ইউনিয়ন জামায়াতের আমির ও প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা নূর মোবাশ্বেরের সঞ্চালনায় এবং উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ডোমার উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ রহমত আলীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,
সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন, তবে সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি নির্মূল করা সম্ভব। সত্য লেখার পথে কোনো বাধা এলে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী সমাজ ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনের অঙ্গীকার নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তারা বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি নৈতিকতা, মানবিকতা ও রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কোরআন ও হাদিসের আলোকে সমাজ সংস্কার ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
সভা শেষে ডিমলা উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।