
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে একরাতে ৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গণহারে চুরি বৃদ্ধি পাওয়ায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর পশ্চিম পাড়ার আওলাদ হোসেনের একটি ভ্যান গাড়ি চুরি হয়।একই রাতে চোরেরা প্রতিবেশী মো.মহিনুরের ঘরে সিঁধ কেটে ঢুকে টাকা ও মোবাইল ফোন, ওহাব মোল্লার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে চোরেরা। আরজ আলী বেপারীর বাড়িতে ও সিঁধ কেটে চুরির চেষ্টা করে।
একই রাতে শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত.নুর মোহাম্মদের পুত্র তাজেল মোল্লার গোয়াল ঘরের তালা কেটে ৩ টি গরু চুরি করে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে ২টি গরু উদ্ধার করে। একটা গরু নিয়ে চোরেরা পিকাপ যোগে পালিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন, রাতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে। চোর ধরতে সারাশি অভিযান চালানো হবে বলেও জানান তিনি।