
গাজী হারুন-অর-রশিদ
সাঝের আলো নিভে এলো
সূর্য ডোবে পাঠে,
সবুজ ধানের শীষের নিচে
তেপান্তরের মাঠে।
রাখাল ছেলে ঘরে ফিরে
কাঁপছে থরথর,
শীতের মাসি শীতের ঝুড়ি
আনছে ভরি ঘর।
দারুন শীতে কাঁপছে রাখাল
বসন নেই তার গায়,
চুপটি করে মুখটি ভরি
থাকে ঘরের ছায়।
শীতের চোটে কাপে হিয়া
তরুলতা বন,
আকাশ হতে ঢালছে বরফ
অথই প্লাবন।
শীতের হাওয়ায় বুড়ো কাপে
বুড়ির কাছে গিয়ে,
ছেলে কাঁপে মেয়ে কাঁপে
চাদর মুড়ি দিয়ে।
শীত এলো রে শীত এলো
পড়লো রে হইচই,
শীতের সাথে আমার দেশটি
পাতলো যেন সই।
কনকনে এই শীতের চটে
শিয়াল গুলি পালায় ছুটে,
কুকুরগুলি গভীর রাতে
ডেকে উঠে ঘেউ।
বাঁশ বাগানে শীতের পাখি
ডেকে ওঠে টেউ।
শীত এলো রে শীত এলো।।