স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকে কর্তৃক জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক বাক প্রতিবন্ধী নারী পুরুষ কিশোর কিশোরীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতি জনকে ৫ হাজার টাকা করে তিন লক্ষাধিক টাকা বিতরণ এবং উন্নত মানের রান্না করা দুপুরের খাবার পরিবেশন করা হয়।
শুক্রবার (০৯ জানুয়ারি) বেলা ২ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের সার্বিক তত্বাবধানে বাক প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরন করেন জগন্নাথপুর পৌরশহরের কেশবপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকের সিইও আজাদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি এনটিভি ইউরোপ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার,জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী শাহজাহান মিয়া,জগন্নাথপুর নলুয়া হাউজিং এস্টেট লি: এর এমডি খায়রুল হাসান রুপা,ব্যবসায়ী ছাদিকুর রহমান,স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল,সাধারণ সম্পাদক আলী হোসেন,ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুফতি মশিদুর রহমান,কাজী সৈয়দ জুনেদুর রহমান,বাউল শিল্পী বাবুল মিয়া সহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজের সুবিধা বঞ্চিত বাক প্রতিবন্ধীদের মধ্যে জনপ্রতি বিপুল পরিমাণ অর্থ সহায়তা প্রদান নিঃসন্দেহে একটি মহৎ কাজ উল্লেখ করে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে তাদের প্রিয় মাতৃভূমির নিজ এলাকার আর্ত মানবতার কল্যাণে ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন বাক প্রতিবন্ধীরা নগদ অর্থ সহায়তা পেয়ে তাদের চোখে মুখে ছিল হাসির ঝিলিক এমন অবাক করা দৃশ্য হৃদয়কে ব্যাকুল করে তুলেছে।
তিনি মহৎ উদ্যোগের জন্য যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্হা সেভেন সেড ও আল ইশারাহ ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এবং আগামীতে প্রতিবন্ধীদের কল্যাণে সংস্থাটি আরও ব্যাপক কার্যক্রম গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা করেন।