স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে গভীর রাতে গরু চুরির সময় এক ইউনিয়ন যুবদল নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ বেরুবন্দ গ্রামের বাসিন্দা আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে রাতের আঁধারে গরু নিয়ে পালানোর চেষ্টা করে একটি চোরচক্র। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া দেন। এ সময় চোরচক্রের তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জলপাই গাছে উঠে আত্মগোপনের চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে আটক করেন।
আটক ব্যক্তির নাম আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তাকে জলঢাকা থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, গরু চুরির সঙ্গে শুধু আব্দুল বাকী নয়, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী জড়িত থাকতে পারেন। স্থানীয়দের দাবি, অভিযোগের পক্ষে তাদের কাছে প্রয়োজনীয় রেকর্ড ও ডকুমেন্টস রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন,
এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন কিছু নয়। তবে এবার হাতেনাতে একজন ধরা পড়েছে। কারা কারা জড়িত, তার প্রমাণ আমাদের কাছে আছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির কোনো নেতার মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন,
আটক ব্যক্তি আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।