শংকর দাস পবন, ঝালকাঠি
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার, মানবসেবায় নিবেদিত ও সকলের প্রিয় মুখ মনিন্দ্র নাথ দও সরকারি চাকরি জীবন থেকে অবসরে গেছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের হলরুমে তাকে ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের সহকর্মী ও কর্তৃপক্ষ।
মনিন্দ্র নাথ দও ছিলেন একজন মহৎপ্রাণ ও মানবিক মানুষ। মানবকল্যাণে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তার অবসরজনিত ছুটিতে সদর হাসপাতাল হারাল এক নিঃস্বার্থ সেবককে।
জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে গরিব, দুঃখী ও অসহায় রোগীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। তার অবস্থান থেকে অসহায় ও চিকিৎসাপ্রার্থীদের জন্য ছিলেন এক আস্থার প্রতীক।
তার অবসরের ফলে ঝালকাঠির অসহায়, দুঃস্থ ও গরিব মানুষ একজন বিশ্বাসযোগ্য সহায়কের অভাব অনুভব করবে বলে জানান সাধারণ মানুষ।