মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগড়া, চট্টগ্রাম
পাহাড়ি এলাকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত শীর্তাথ মানুষের মাঝে এক টাকা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
এক টাকায় আনন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাবের হোসাইন সাকিব বলেন- আমাদের শুভাকাংখীদের পাঠানো অনুদানে সঠিক হকদার, প্রকৃতি ব্যক্তি ও সঠিক প্রাপ্ত মানুষের কাছেই তাঁদের আমানত উষ্ণতার উপহার কম্বল পৌঁছে যাচ্ছে এভাবেই। তিনি আরো বলেন-প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি এলাকায় সূর্য ডুবে গেলেই কনকনে শীত শুরু হয়। আবার অনেকের কাছে এই শীতের ছোঁয়া টা আনন্দ বয়ে আনে। কিন্তু অন্যদিকে শীতের ছোঁয়া টা তার চাইতে হাজার গুণ কষ্ট বয়ে আনে অসহায় শীতার্ত মানুষদের জন্য। তীব্র এই শীতে শরীর জমে যাওয়ার কষ্ট একমাত্র শীতার্ত মানু্ষেরাই বুঝে। যাদের কাছে শীতের প্রতিটা দিনই চ্যালেঞ্জিং মূহুর্ত।
সাদা-মনের অনেক মানুষের দান, সদকা ও ভালোবাসার অনুদান দিতে বিশ্বস্ত মাধ্যম চাই। আবার দিতে চাই উপহার পৌঁছেও। তাই ক্ষুদ্র পরিসরে হলেও আপনিও সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষগুলোর জন্য সহযোগিতা করতে পারেন আমাদের এক টাকায় আনন্দ ফাউন্ডেশনেকে। যা অসহায় মানুষের কাছে আনন্দের উপহার হিসেবে পৌঁছে যাবে।আসুন সবাই সুবিধাবঞ্চিত মানুষ ও ছিন্নমূল পরিবারের সাথে ভালবাসায় আনন্দ ভাগাভাগি করে উৎযাপন করি আগামীতেও।