
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে (৯ জানুয়ারি) শুক্রবার বিকেল ৩ টায় ওপেন হাউজ ডে অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণ খুলা মাঠে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে,
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব: আবুল কালাম ভুইঁয়ার সভাপতিত্বে ও সদর সার্কেল শরীফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সনামধন্য পুলিশ সুপার ড. এস,এম,ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার জনাব, মোঃ-মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম,মুহিবুর রহমান চৌধুরী উপজেলা আনসার ভিজিপি অফিসার কিশোরগঞ্জ, এছাড়া আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞা, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি জি, এস,খসরুজ্জামান শরিফ, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুজ্জামান শওকত,গন অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী অভি, কিশোরগঞ্জ জেলা ছাত্র দল নেতা মোঃ-রাফিউল ইসলাম নওশাদ,বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাবঃ- দেলোয়ার হোসেন দিলু, কিশোরগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুজ্জামান বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ-নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মো, রুকন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল মালেক চৌধুরী, সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর আপরেশন ও তদন্ত বাবু শেখর রঞ্জন পাল ও মোস্তফা কামাল।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পুলিশের ভুমিকা সর্বচ্ছো দলমতের ঊর্ধ্বে থাকবে ইনশাল্লাহ। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব অবৈধ অস্ত্র, মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই জানিয়ে তিনি বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।