মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
সাফল্যের মুকুটে আরও একটি নতুন মাত্রা যোগ করল মেধাবী ছাত্র হাফেজ হুজাইফা। আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট, বশর টাওয়ার, শাহপীর রোড, লোহাগাড়া শাখার-এর অত্যন্ত মেধাবী ছাত্র হাফেজ হুজাইফা বিন শিব্বির এটিএন বাংলা আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা "কুরআনের সুর প্রতিভার সন্ধানে-২০২৬"-এ সারা দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।
একান্ত সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ ক্বারী মাওলানা শহিদুল মোস্তফা বলেন- কুরআনের এই ছোট্ট হাফেজের ঈর্ষণীয় সাফল্যে আল কুরআনুল কারীম পরিবারের সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক মন্ডলী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তাঁরা হাফেজ হুজাইফা বিন শিব্বির এর অর্জনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাঁর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাস খাদেম হিসেবে কবুল করুন এবং তার এই পথচলাকে আরও বরকতময় করেন। হাফেজ হুজাইফা এর বিরল অর্জনে তাঁর পরিবারের প্রতি প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে হুজাইফাকে আন্তরিক দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।