
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১০ জানুয়ারি ২০২৬ তারিখে পৌরসভার হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ভিত্তিক ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরাম জগন্নাথপুর এর সভাপতি জনাব জামাল উদ্দিন বেলাল।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সহ ক্রিড়া সম্পাদক মো: ফাহাদ।
স্বাগতিক বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন নাসিফ।
বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট ইয়াসীন খান।
আরও বক্তব্য রাখেন বিনয় কুমার সরকার,প্রধান শিক্ষক জগন্নাথপুর নার্সারি স্কুল।
সঞ্জীব রায়, প্রধান শিক্ষক, ড্রীম ফ্লাওয়ার একাডেমি।
মতিউর রহমান বিপ্লব, প্রধান শিক্ষক, হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুল।
রেজাউল করিম রিপন সাধারণ সম্পাদক জগন্নাথপুর যুব ফোরাম।
মাসুম মিয়া, সাবেক সভাপতি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।
হুমায়ুন কবির সভাপতি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।
কোষাধ্যক শাহজাহান মিয়া জগন্নাথপুর যুব ফোরাম।
জিকরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর,আবুল কালাম সাংগঠনিক সম্পাদক, সামসুন্নুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, সহ-প্রচার সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক সাহেদ চৌধুরী,সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাছির মিয়া সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা।
এক নজরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা :
(১)সান্নিধ্য রায়।(ট্যালেন্টপুল)
(২)উম্মে সায়্যিদা তোয়া।(ট্যালেন্টপুল)
(৩)নুসরাত সিদ্দিকা তাহা।(ট্যালেন্টপুল)
(৪)সাম্য বণিক অভি।(সাধারণ)
(৫)প্রিহান দে সম্রাট।(সাধারণ)
(৬)অভি দাস(সাধারণ)
(৭)নওশিন আনজুম তৃষা(সাধারণ)
(৮)সেজুতি চৌধুরী। (সাধারণ)
(৯)অরিত্তি মজুমদাম।(সাধারণ)
(১০)অহনা দে।(সাধারণ)
(১১)মো: দেলুয়ার(বিশেষ)
(১২)তানিশা বেগম(বিশেষ)