মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কৃতি সন্তান মো. ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার ১০ জানুয়ারি ২০২৬ সালের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
মো. ইউসুফ আলী মো. শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ইসলামী স্টাডিজ অ্যান্ড আল হাদিস বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত রয়েছেন।
সংগঠনিক জীবনে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। তিনি ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০২৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
তার সাংগঠনিক দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জন্য তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত করা হয়েছে।
ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রহমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. ইউসুফ আলী একজন আদর্শবান, মেধাবী ও পরিশ্রমী সংগঠক। তার নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।
তার এই দায়িত্বপ্রাপ্তিতে এলাকায় শিক্ষার্থী ও সংগঠনের শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে।