সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
পঞ্চগড় জেলার সদর থানায় ২টি হত্যা মামলার আসামী সিংগাইর থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৩ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড় জেলার সদর থানার কায়েতপাড়া হফিজাবাদ গ্রামের মৃত.মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫) ও একই এলাকার দর্জিপাড়া গ্রামের শাহিনুর ইসলাম (৪২)
র্যাব সূত্রে জানাযায়, গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় সদর থানার হত্যাকারী দু,জন আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াত। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার বিকেলে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।