
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লু তে বাংলাদেশের বাচাই করা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা প্রদান করা হয়েছে।
৯ জানুয়ারি ২৬, শুক্রবার, সন্ধ্যা ৬ টা থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক মানের হোটেল রেডিসন ব্লু তে এই সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে মোট ১৪ টি ক্যাটাগরিতে ১৬ জন সেরা কনটেন্ট ক্রিয়েটরকে “ব্রেষ্ট কনটেন্ট ক্রিয়েটর এ্যাওয়ার্ড”-২৬ প্রদান করেন অতিথিরা।
এরমধ্যে উল্লেখযোগ্য শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, ভ্রমন,ফ্যাশন, রাধুনী, সংগীত,নাচ,সামাজিক কর্মকান্ড সহ গুরুত্বপূর্ণ জনসচেতনতা মুলক সেরা কনটেন্ট ক্রিয়েটরদের বাচাই করে কতৃপক্ষ এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
এরমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান আব্দুর রহিম খেলাধুলায় পেলেন সেরা কনটেন্ট ক্রিয়েটর সম্মাননা এ্যাওয়ার্ড।
একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ আব্দুর রহিম বলেন – আমি স্পোর্টস ক্যাটাগরিতে সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এ্যাওয়ার্ড অর্জন করেছি। এই অর্জন আমার জন্য ভীষন গর্বের ও আনন্দের। আমি এটি লোহাগাড়াবাসীকে উৎর্সগ করলাম। এই সম্মাননা অর্জনের মাধ্যমে আগামীতে আমার কাজে আরো বেশি উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকলের কাছে আন্তরিক দোয়া এবং ভালবাসা কামনা করছি।