
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নীলফামারী -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ। শনিবার বিকালে শহরের শাহীপাড়া মোড় নীলফামারী প্রেস ক্লাব হল রুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় নীলফামারী প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সভাপতি সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন, এসময় এ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় জেলা ও শহর শাখা জামায়াতের নেতৃবৃন্দ এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, মাওলানা মোকাররম হোসেন সাঈদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন, সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম,এ সময় প্রার্থী এ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া নীলফামারীকে সকলে মিলে নতুন ভাবে সাজাতে চাই। এ জন্য বৈষম্য ও দুর্নীতির শৃঙ্খল ভেঙে নিরপেক্ষ সংবাদ
প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতায় নতুন নীলফামারী গড়ে তুলতে চান তিনি।