মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বেসরকারি-প্রতিষ্ঠান সিসিডিপি-এমএফপি। রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার পৌরসভা কাংশা এলাকায় সিসিডিবি-এমএফপি'র আয়োজনে এ কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি-এমএফপি'র শাখা ব্যবস্থাপক মো.আবু ইব্রাহিম। এতে শাখা হিসাব রক্ষক মো.জাকিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি জেলা এরিয়া সমন্বয়কারী মো.হেলাল উদ্দিন বক্তব্যে বলেন, আমাদের ঋনের লভাংশ অন্যন্য প্রতিষ্ঠানের চেয়ে কম। আপনারা আমাদের সাথে থাকলে স্বাবলম্বী হওয়ার সব ধরনের সহযোগীতা পাবেন। এ ছাড়া যাদের ছেলে,মেয়ে এসএসসিতে জিপিও ৫ অথবা সাড়ে ৪ পয়েন্ট পেলেও এককালিন ৫ হাজার টাকা,সন্মানণা ক্রেস্ট প্রদান এবং ভার্সিটিতে ভর্তি হয়ে অর্নাস পড়াকালীন ৪ বছর পর্যন্ত শিক্ষা ভাতা প্রদান করেও বলে জানান। এসময় তিনি আরোও বলেন,বিগত সময় বিভিন্ন দূর্যোগে পাশে ছিলেন ভবিষ্যতেও সিসিডিবি-এমএফপি পাশে থাকবেন । এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-সিংগাইর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস। পরিশেষে সভার সভাপতি শাখা ব্যবস্থাপক মো.আবু ইব্রাহিমের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে।
সুবিধাভোগী, রোকসানা, জমেলা, নাছিমা, ছিদ্দিক আলী ও বজলুর রহমান বলেন, অনেকদিন ধরে আমরা এ অফিসের সাথে আছি। এরা বিভিন্নভাবে সহযোগীতা করে থাকে। এই শীতে তারা কম্বল পেয়ে খুব খুশি বলেও জানান তারা।