জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
১২ জানুয়ারি সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার ২৭নং সিআইসি প্রকল্পের নির্মিত ক্লোজার কাজের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায় এবং হাওর বাঁচাও আন্দোলন কমিটির জেলা সভাপতি ইয়াকুব বখত বহলুল।
এ সময় জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সহ-সভাপতি দিলোয়ার হোসেন লিলু, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, সদস্য সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, সুহেল মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বাঁধের কাছ থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় অসন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। বাঁধের ক্লোজারকে আরো প্রাধান্য দিয়ে সঠিকভাবে কাজ আদায় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।