
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এক কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় সিংগাইর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে জুলাইযোদ্ধা মো.রাব্বি আহমেদের নেতৃত্বে তার সহপাঠিরা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালীন সময় সড়কে ঝানজটের সৃষ্টি হয়। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।