কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
থাকবো না আমি এই দুনিয়ায়
থাকবে না, তুমি-আমি কিছু,
সুদ ঘুষ হিংসা বিদ্বেষ বন্ধ করে, সৎ হও
মানব সেবা ছাড়া ছুটো না, কালি / শিবের পিছু!
থাকবে না ছেলে-মেয়ে নাতি পুতি, পতি পরমেশ্বর
কাফনে মোড়ানোর পরে ডাকবে না কেউ পিছু!
থাকবে না ছেলে-মেয়ে আত্মীয়স্বজন বউ
অর্থবিত্ত জমিয়েছি যাহা, থাকবে না তার কিছু!
থাকবে না নাতো ধনরত্ন অট্টালিকা পড়ে
মুনিঋষি সবার প্রাণ একদিন যায় ঝরে,
আমি আমি, আমার স্বামী, আমার সন্তান ছাড়ো
মানবতা মনুষত্ব নিয়ে মরো, মানব সেবা করে!
ভোরবেলা উঠে সূর্য, মরে গোধুলি বেলা
ধর্মের নামে বেহেশতের সনদ বিক্রির চলছে খেলা!
মানব সেবায় করোনা দেরি, পুরোহিত পাদ্রী ছাড়ো
তোমার আমার জীবন ট্রেনের শেষ হচ্ছে চলা!
থাকবে না প্রিয়ার অধর, ব্যাঙ্কের জমানো টাকা
কাফন বন্দী হয়ে দেখো, তোমার দু-হাত ফাঁকা!
থাকবে না সেগুন কাঠের, আরশি বসানো পালং
তুলশী তলায় রাখলে লাশ, কাক ডাকবে কা কা!
প্রাণ একবার পেয়েছে যে, বিনাশ হবে তার
অর্থ বিত্ত ক্ষমতার লড়াই, শুধু কাড়াকাড়ি সার!
সৃষ্টিকর্তার সামনে, চলবে নাতো, ঘোরপ্যাঁচ কথা
ধোঁকাবাজি ভণ্ডামি মিথ্যা বললে, তিনি দেবেন না ছাড়!
আজকে আমার সময়ের অভাব, অজুহাত দেই বড়ো
অঢেল সময় মিলবে তোমার, একবার যদি মরো!
সারাজীবন আখের গুছিয়ে পাহাড় সমান পূঁজি
এখন ও সময় আছে, হে মানব, মানবতার সেবা ধরো!