
মোহাম্মদ জামিদুল ইসলাম
কোন ধর্মে আছে বিধান
ভিন্ন ধর্মে আঘাত
মানুষ কেন হয়না মানুষ
বাড়ায় শুধু বিবাদ
ধর্মীয় জ্ঞানে নাই দিক্ষা
চলছে টাল মাটাল
কথায় কথায় ঝগড়া বাঁধায়
ভাঙে হৃদয় খাল
মনুষ্যত্বের অবক্ষয় আজ
সমাজের দ্বারে দ্বারে
মানুষ কেনো হয়না মানুষ
ভব এই সংসারে
জাতপাত কেন আজো তব
চলছে নিয়ম মেনে
ধর্মীয় জ্ঞান যাচ্ছে উঠেই
মানব হৃদয় থেকে
ধর্ম চিন্তা কেউ করে না
চলছে আপন মনে
একে অন্যের করছে ক্ষতি
নিজ স্বার্থের কারণে
স্রষ্টার শ্রেষ্ঠ মানুষ হয়ে
কেন দ্বন্দ্ব ফাসাদ
অন্ধকারের দুঃখ ঘুচিয়ে
গড়ো বিশ্বপ্রাসাদ