
কলমেঃ এম,এ,মাসুদ মিঞা
এই শ্যামলা মেয়ে!
অমন অপলক তাকিয়ে আছ কেন?
কিছু বলো!
কী কিছুই বলবে না?
একদম চুপ করে থাকলে,
ভাল্লাগে না আমার।
কী ডাগর নয়ন চাহনি তোমার!
তীর্যক বাঁকা তলোয়ার যেন।
আলু থালু বেশে, পড়ন্ত বেলা শেষে,
বাইরে এসে দাড়িয়েছো।
সূর্যাস্তের উজ্জ্বল আভায়,
কী দারুণ লাগছে তোমাকে!
এক স্নেহ মায়াময়রূপ,
তোমার সমগ্র অবয়বে।
মোটামুটি গড়নে সাধারণত পোশাকেও
অপূর্ব, দেবীর মত দীপ্তি মান।
তুমি কী স্বর্গের কোন দেবদূত,
চলনে বলনে, কথা বার্তায় মার্জিত এক নারী মুর্তি।
তোমার অনিন্দ্য সৌন্দর্যে,
বিমোহিত রোমাঞ্চিত সকলে।
তুমি কী কাউকে ভালোবাসো!
না মুক্ত বিহঙ্গের মত ঘুরে বেড়াও, এখানে ওখানে?
যদি মুক্ত থাকো, কেউ যদি তোমার হাত ধরতে চায়,
তুমি সাড়া দেবে? তুমি বরন করবে?
তাই যদি হয়, এসো হাতে হাত রাখি,
সুন্দর এ পৃথিবীতে বিচরন করি দু’জন দুজনাতে।
গড়ে তুলি সুন্দর পৃথিবী,
আলোকিত করি, উদ্ভাসিত করি।