
খুলনা অফিস:
খুলনা মিউজিক ক্লাবের আয়োজনে বিশিষ্ট কবি, নজরুল গবেষক, শিক্ষক ও সমাজকর্মী সৈয়দ আলী হাকিম-এর ৬৫তম জন্মদিন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে, আয়েশা কটেজের নিচে অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খুলনা মিউজিক ক্লাবের শিল্পীরা এবং আবৃত্তি পরিবেশন করে নবীন শিশু শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ খুলনার সভাপতি এজিরানা এবং কবি ও গল্পকার মাহমুদুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মিউজিক ক্লাবের উপদেষ্টা তন্দ্রা পাল। সভাপতিত্ব করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সংগীত পরিচালনায় ছিলেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক, সুরকার ও শিল্পী রামপ্রসাদ রায়।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কবি লেখক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চান্দু, সাহিত্য মজলিসের সদস্য কবি ও গীতিকার শেখ গোলাম রসুল খোকন, চাকরিজীবী জ্যোতিষ চন্দ্র মৃধা, জয়ন্ত মন্ডল, শিক্ষক সঞ্জয় কুমার কুন্ডু, খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, তাপসী রানী মালাকার, রিনা মিস্ত্রিসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।সংগীত পরিবেশনে অংশ নেন খুলনা মিউজিক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী চৈতী বসু। খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসসহ শিশু শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করেন তিশা মনি মৃধা, কুশল কুন্ডু, সম্প্রীতি বসু মোহনা ও ভৌমিকা মন্ডল।অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তিতে অংশগ্রহণকারী সকল শিল্পী, উপস্থাপক, পরিচালক এবং অতিথিদের হাতে কবি সৈয়দ আলী হাকিম ও অতিথিবৃন্দের পক্ষ থেকে শিক্ষণীয় উপকরণ ও খামে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পরে সকলের উপস্থিতিতে কেক কেটে কবির জন্মদিন উদযাপন করা হয়।অনুষ্ঠানের শুরুতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর কবি সৈয়দ আলী হাকিমের নাম আধুনিক ক্যালিগ্রাফিতে লিখে একটি বিশেষ উপহার প্রদান করা হয়। এতে কবি সৈয়দ আলী হাকিম অত্যন্ত আনন্দিত হয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে পুরস্কৃত করেন। আজকের এই অনুষ্ঠানের আয়োজক মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক বাবুরাম প্রসাদ রায়কে কৃতজ্ঞতা জানান কবি সৈয়দ আলী হাকিম।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি সৈয়দ আলী হাকিম বলেন,“৬৫তম জন্মদিনে এমন সুন্দর আয়োজন ও উপহার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন।”সভাপতির বক্তব্যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“সৈয়দ আলী হাকিম একজন বিরল গুণীজন। উপস্থিত অতিথিরা কবি সম্পর্কে নানান গুণাবলী তুলে ধরেন। তাঁর সংগ্রহে রয়েছে দশ হাজারেরও বেশি মূল্যবান বই, যা জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। খুলনার কবি-সাহিত্যিকদের হৃদয়ে তিনি বিশেষ স্থান অধিকার করে আছেন। তাঁর জন্মদিন খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে উদযাপিত হওয়ায় আমরা গর্বিত।”অনুষ্ঠানে কবি সৈয়দ আলী হাকিমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়। তিনি একজন প্রখ্যাত নজরুল গবেষক, শিক্ষক, সাহিত্য সংগঠক ও সমাজকর্মী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনার সভাপতি। কবি সৈয়দ আলী হাকিম জন্মগ্রহণ করেন ১৪ জানুয়ারি ১৯৬১ সালে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার ভাসালিয়া গ্রামে। ১৯৬৪ সাল থেকে তিনি খুলনায় বসবাস করছেন। তাঁর পিতা সৈয়দ আবেদ আলী ও মাতা সৈয়দা রওশন আরা। তিনি খুলনা সেন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা এবং সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্রের জনক।সবশেষে জন্মদিনের এই আয়োজনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক রামপ্রসাদ রায় সুমন, মিউজিক ক্লাবের পক্ষ থেকে।