লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
Government of the people, by the people, for the people! গনতন্ত্রের এই সজ্ঞা টা সারা বিশ্বে সমাদৃত। এই সজ্ঞা যিনি দিয়েছিলেন তিনি আঠারো শো তেষট্টি সালে এই আমেরিকার প্রেসিডেন্ট ছিলেম, যে আমেরিকা কে বিশ্বে বাস করতে আটশো সামরিক ঘাঁটি করতে হয়, কোন দেশের উন্নয়নের অগ্রযাত্রা দেখলে ব্যবসার মত পূঁজি লগ্নীকরে সে দেশের জনগনকে ঘুষ দিয়ে গন অভ্যুত্থান ঘটাতে হয়, ধর্ম বৈষম্য সেই জাতির প্রতিটি রক্তবিন্দু তে প্রবাহিত হয় তা-না হলে মুসলিম দেশগুলো কে কেন বেছে বেছে টার্গেট করবেন ?
বিশ্বে যখন আমেরিকা আবিষ্কার হয় নাই, সভ্যতার ছোয়া পায় নাই, তখনই ছিলো মুসলিম সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, পারস্য সভ্যতা! এ বিশ্বে উড়োজাহাজ আবিষ্কারের আইডিয়া আগে ই এসেছে মুসলমানের মস্তিষ্কে, রাইট ব্রাদার্স উড়োজাহাজ আবিষ্কারের একহাজার বছর আগে কয়েক মিনিট আকাশে উড়ে থাকেন "আব্বাস ইবনে ফিনান্স', বীজগণিতের জনক -
"আল খাওয়া রিজমি", অপটিক্স আবিষ্কারের জনক " আল হায়তাম", ভূতত্ত্বের জনক - "আল বিরুনি ", রসায়ন ও এ্যালকহল আবিষ্কার " জাবির ইবনে হাইয়ান"!
মার্কোপোলোর থেকে তিনগুণ স্হলপথ ভ্রমন করেছেন মুসলিম পর্যটক "ইবনে বতুতা," তিনি মরক্কো ভারত-চীন পচাত্তর হাজার মাইল তিনি পরিভ্রমণ করেছেন এবং তিরিশ বছর তিনি পথে পথে ঘুরেছেন এবং চল্লিশ টা দেশের ও বেশি তিনি পরিদর্শক করেছেন। তার লেখা ইতিহাস আজ-ও বিশ্বে সমাদৃত।
সে-ই মুসলমানদের ধ্বংস করেছে আমেরিকা পরিকল্পিত ভাবে! নির্লজ্জের মত সব শেষ দেশ ইরানের গনঅভ্যুত্থান ঘটাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য নিয়োগ দিয়েছে এবং তিন হাজার সদস্য ধরা পড়ে ফাঁসির দিন গুনছে! সারা বিশ্ব ধিক্কার জানাচ্ছে।
পয়সা লগ্নি করে সরকার পতন সেই সত্তর দশক থেকে মার্কিন অস্থিমজ্জায় মিশানো। গনতান্ত্রিক জাতীয়তাবাদী রাষ্ট্র নায়ক হত্যা, সামরিক সরকার ডেকে আনা, ১৯৭৩ সালে চিলির আলেন্দের থেকে শুরু এবং বাংলাদেশের মুজিব সহ হিসাব বিহীন সংখ্যা! সদ্য পাকিস্তানের ইমরান খান, শ্রীলঙ্কার রাজাকাপষ, বাংলাদেশের হাসিনা, সিরিয়ার বাশার আল আসাদ, এবং
তস্করের মত গনতন্ত্রের সমস্ত সজ্ঞা ভূলুণ্ঠিত করে কমোডো স্টাইলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট "নিকোলাস মাদুরোকে ধরে এনেছে!
ডেনমার্ক কে বলেছে " গ্রীনল্যান্ড আমেরিকাকে ছেড়ে দিতে, দরকার হলে প্রতি নাগরিক কে এক লক্ষ ডলার দিয়ে দিবেন! কলোম্বোর প্রেসিডেন্ট কে ভেনিজুয়েলার মত ধরে আনার কথা বলেছেন মিঃ ডোনাল্ড ট্রাম্প!
ইরানের কাছাকাছি যুদ্ধ বিমান বাহী শীপ পাঠিয়ে ত্রাস সৃষ্টি করেছে, অনিদ্রায় মা তার শিশুদের নিয়ে, জনগন দেশ ছেড়ে যাচ্ছে আমেরিকার ভয়ে! মার্কিন প্রেসিডেন্ট অভিবাসীদের ত্রাস সৃষ্টি করেছেন, এতগুলো বছর বাস করে নাগরিক হওয়া লোকগুলো ভীতসন্ত্রস্ত। নিজ দেশ, ক্যালির্ফোর্নিয়ার গভর্নর "Gavin Newsom" ডোনাল্ড ট্রাম্প কে স্বৈরশাসক বলেছেন এবং তার বিরুদ্ধে মামলা করার সতর্ক বার্তা দিয়েছেন!
বিশ্বের চতুর্থ পরাশক্তি ভারতকে বিভিন্ন ভাবে পদানত করার কৌশলে মেতেছেন চতুর তার সাথে! রাশিয়ার মাজা ভাঙতে লাগিয়ে রেখেছে "ইউক্রেনে!" তুরস্ক কে ধরার পরিকল্পনা আটছে বহুদিন ধরে!
এই কি সেই "আব্রাহাম লিংকনের " আমেরিকা যাকে সারা বিশ্ব সন্মান করে। তার নিজ দেশে চেঙ্গিস খান, তুঘলকের মত প্রেসিডেন্ট জন্ম নিবে যাদের নেশা হবে সারা বিশ্ব নিজের পদতলে নিতে আগ্রাসন চালাবে? দখল করবে দুর্বল দেশগুলো?!! এমনি সারা বিশ্ব নিয়ে আমেরিকা খেলবে এবং বন্ধু না হয়ে,মুরব্বি না হয়ে ত্রাস হবে তা কি "শ্রদ্ধেয় আব্রাহাম লিংকন কল্পনা করেছিলেন???