
কলমেঃ আশিক খান নিতু
কোথায় পাবো বিছানায় কম্বল
আমারা গরিব লোক,
পৌষ মাসের শীতে কাঁপছে
হুলহুলিয়েঁ বুক।
শীতের রাতে ঘুম হয় নাই
সকাল বেলায় উঠে
কেমন করে বাছা আমার
কাঁপছে বসে খাটে।
দু:খ করিস না মানিক রে
কিনে দিবো জামা,
এই মাসেই সাত তারিখে
আসবে তোমার মামা।
পরশু থেকে কুড়িয়ে আমি
রেখেছি বাঁশ কাঠ গোলায়,
এসো খুকী উঠানে বসে
আগুন তবে জ্বালা।
উঠে এসো সোনা আমার
আগুন পুহাবো সবে,
একটু পড়েই খেজুর রসের
চা করে খাওয়াবো।