
মোঃ জাবেদুল ইসলাম
মা ডাক টি শ্রুতিমধুর,
যায় না ভোলা কভু।
মায়ের স্মৃতি হৃদয় মাঝে,
থাকবে বেঁচে তবু।
তোমার মাঝে থাকবে না,
কোনো কিছু যখন।
মায়ের স্মৃতি ভাসবে তোমার,
হৃদয় মাঝে তখন।
অসুখ বিসুখ হলে যখন,
কেউ আসে না পাশে।
মা জননী সবার আগে,
তোমার কাছে আসে।
কালো রঙ কুৎসিত বলে,
সবাই ঘৃণা করে।
মা করে না ঘৃণা কভু,
বুকে আগলে ধরে।
খাবার খায় না মা কোথাও,
যদি খাবার পায়।
মা তবুও খায় না খাবার,
আঁচলে বেঁধে লয়।
এই সকল স্মৃতি যখন
যাবে সবাই ভুলে।
মায়ের স্মৃতি হৃদয় মাঝে
ভাসবে দুলে দুলে।
বউ বাচ্চা ছেলে মেয়ের,
স্মৃতি হয়ে যাবে ক্ষয়।
মায়ের স্মৃতি ক্ষয় হবে না,
রবে যেন চির অক্ষয়।