সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিংগাইর উপজেলা শাখার উদ্যােগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিবেক খানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজনু খান, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।