
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি সৈয়দ আহমুদুল্লাহ (র)এর স্মরণে গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত ৩য় তম জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় গ্রান্ড ফাইনালে হাজার হাজার ছাত্রদের কে পিছনে পেলে আল-কুরআনুল কারীম ইনষ্টিটিউট. দস্তিদার হাট শাখা র মেধাবী ছাত্র
মুহাম্মদ সাদ বিন খাইর জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করেছেন।
১৫ জানুয়ারী -২৬, বৃহস্পতিবার ফটিকছড়ি গাউছিয়া আহমদিয়া মনজিল, মাইজভান্ডার দরবার শরীফে হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফাইনাল শুরু হয়।
একান্ত সাক্ষাৎকারে মাদ্রাসার ওস্তাদ হাফেজ মাওলানা মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন- আল্লাহ তায়ালা যেন সাদ বিন খাইর কে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হিসাবে কবুল করেন এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম যেন বিশ্ব দরবারে আলোকিত হয় আল্লাহর দরবারে সেই প্রাথর্না করছি।