একবার যদি পেতাম তোমাকে, নিজের করে –
জীবনের সকল সুখ সাজাতাম তোমায় ঘিরে,
ভালোবাসার অফুরান রঙে রাঙাতাম আকাশ-ভূমি।
না পেয়ে কেবল শূন্যতায় ডুবে আছি প্রতিদিন।
পেলে হয়তো আকাশের চাঁদও নামিয়ে আনতাম হাতে,
তোমার চোখের নীলে ডুব দিয়ে হারাতাম সকল ব্যথা।
শুধু একটিবার তুমি যদি একবারের জন্যও আমার হয়ে যেতে,
তোমাকে নিয়ে আকাশের চাঁদ-তারা ছুঁয়ে দিতাম,
রাতের নীরবতা রাঙাতাম হাসিতে।
তোমারে না পেয়ে দিন ফেলেছি অশ্রু-ভেজা চোখে,
আর পেলে পৃথিবীর সব আলো জ্বেলে দিতাম
তোমার পাশে চিরদিন থাকার লালিত স্বপ্নে।
যদি হতে আমার,
তবে আকাশের তারাগুলি চুরি করে
তোমার চুলে গেঁথে দিতাম।
না পেয়ে শুধু কাঁদিনি,
জাগিয়ে রেখেছি প্রতিটি রাত
স্মৃতির আলোয়।
আর পেলে হয়তো চুপ করে বসে থাকতাম,
ভয়ে ভয়ে শুধু দেখতাম
পাছে আবার হারাই।