জীবন মানে অন্ধ চোখের বন্ধ দরজা,
জীবন মানে গোলকধাঁধায় নিজেকে খোঁজা।
জীবন মানে ছুটতে হবে—ছুটছি প্রতিদিন,
জীবন মানে কল্পনাতে আলপনা রঙিন।
জীবন মানে আগলে রাখা ফুটফুটে সংসার,
জীবন মানে ফেলে যাওয়া দেনা পাওনা দ্বার।
জীবন মানে হাতড়ে ফেরা সেই হারানো দিন,
জীবন মানে রেখে যাওয়া অনেক অনেক ঋণ।
জীবন মানে সুখে থাকার ভান করা বাহানা,
জীবন মানে পাওয়া শুধু সহস্র গঞ্জনা।
জীবন মানে স্বপ্নগুলো আদর দিয়ে ঢাকা,
জীবন মানে যুদ্ধ করে পথ চলা একা।
জীবন মানে কেউ কাউকে নীরব ভুলে যাওয়া
জীবন মানে বদলে ফেলা সকল চাওয়া-পাওয়া।
জীবন মানে ধোঁকা খেয়ে বোকা হওয়ার ফাঁদ,
জীবন মানে না ঘুমানো হাজার বেলা রাত।
জীবন মানে ছেলেবেলার রঙিন সেই স্মরণ,
জীবন মানে হাসির শেষে লুকোনো মরন।
জীবন মানে রাতে জাগা চাঁদের সাথে কথা,
জীবন মানে বুকে জমা নীরব সব ব্যথা।
জীবন মানে বৃদ্ধ চোখে জমে থাকা আশা,
জীবন মানে প্রতিদিনের ভাঙা প্রত্যাশা।
জীবন মানে হতাশারই দীর্ঘ কালো বোঝা,
জীবন মানে বারবারই নতুন করে খোঁজা।
জীবন মানে ফুটপাতে শুয়ে খোলা আকাশ দেখা
জীবন মানে ক্ষুধা নিয়ে একা চলা শেখা।
জীবন মানে শীতের রাতে খবরের কাগজ গায়,
জীবন মানে বেঁচে থাকা অবহেলার ছায়।
জীবন মানে ভোরের আলো গার্মেন্টসের পথে হাঁটা,
জীবন মানে মায়ের চোখে ঘুম না পাওয়া ক্লান্ততা।
জীবন মানে সেলাই মেশিনে স্বপ্ন সেলাই করা,
জীবন মানে অল্প আয়ে স্বপ্নটাকে ধরা।
জীবন মানে দারিদ্রতার নীরব দীর্ঘ শ্বাস,
জীবন মানে অভাবের সাথে প্রতিদিন বসবাস।
জীবন মানে বাবার জন্য পথ চেয়ে থাকা
জীবন মানে কাঁদে শিশু
ঘরে হাড়ি ফাঁকা।
জীবন মানে তোমার অর্থ তাদের জন্য দান
জীবন মানে গরীব খুশী বাড়বে তোমার মান।
জীবন মানে দেশটাকে ভালোবেসে যাওয়া,
জীবন মানে স্বাধীন ভাবে বেঁচে থাকতে চাওয়া।
জীবন মানে পতাকা তুলে উচুতে গান গাওয়া।
জীবন মানে জন্মভূমির কাছে নীরবে ক্ষমা চাওয়া।
জীবন মানে আমি-তুমি, এক সাথে বেশ,
জীবন মানে মুক্ত করা অসহায়ের ক্লেশ।
জীবন মানে দেখতে দেখতে ফুরিয়ে যাওয়া বেলা,
জীবন মানে বিধাতারই চমৎকার এক খেলা।