
স্টাফ রিপোর্টার:
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু ডিমলায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর সংঘটিত বর্বর ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সংবাদ সংগ্রহকালে দুইজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। একটি প্রভাবশালী রাজনৈতিক নেতার ইন্ধনে সংঘবদ্ধ মব সৃষ্টি করে এ হামলা চালানো হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টায় ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে দৈনিক কালবেলা ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার সহ-সভাপতি কামরুজ্জামান মৃধা (জামান) এবং দৈনিক নয়া দিগন্ত ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান ইসলাম–এর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তারা গুরুতর আহত হয়ে বর্তমানে ডিমলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার না করায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ, উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। মামলা দায়ের হওয়া সত্ত্বেও প্রশাসনের এই নিষ্ক্রিয়তা অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ ঠেকাতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ হামলা ঘটিয়েছে। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে নানা আলোচনা থাকলেও আমরা স্পষ্টভাবে বলতে চাই—অপরাধী যে দলেরই হোক, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে,
👉 সাংবাদিকদের ওপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে দেওয়ার অপচেষ্টা।
👉 হামলাকারীদের প্রশ্রয় দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
আমরা অবিলম্বে—
হামলাকারীদের গ্রেপ্তার
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি
নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার জন্য আমরা বাধ্য হব—যার দায় প্রশাসন এড়াতে পারবে না।
সাংবাদিক নির্যাতন বন্ধ করুন।
হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করুন।
—
এস এম সাইফুল ইসলাম কবির
চেয়ারম্যান
আহমেদ হোসাইন ছানু
মহাসচিব
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম