
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৪ জানুয়ারি, বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যম “দৈনিক সোনালী কন্ঠের” ২৬তম পদার্পন উপলক্ষে পাঠক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সালাম চৌধুরী, প্রেস ক্লাব সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, সারা-৭ এন্টারপ্রাইজ (সুপার মার্ট) এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট মালেশিয়া ব্যবসায়ী সাহাব উদ্দিন সিআইপি, ফুলের হাৃসি ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক তাসনিম হাসান হৃদয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সুফিয়ানসহ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাহাব উদ্দিন সিআইপি বলেন, দেশের সংবাদ মাধ্যম গুলো গণমানুষের কন্ঠস্বর হয়ে কাজ করে। আমাদের সকলের উচিত মিডিয়ার প্রচার প্রসারে সহযোগিতা করা ও যথাযথ ভাবে মুল্যায়ন করা। এছাড়াও তিনি দেশের সব স্তরের মানুষকে সংবাদ পাঠে আগ্রহী হওয়ার আহ্বান জানান।