স্টাফ রিপোর্টার:
আমার মা ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাব এর মানিক মিয়া ভবনের ২য় তলায় শুক্রবার সকাল ১১ টার সময় রাজনৈতিক দলগুলোর কাছে আমার মা ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মো কামরুল হাসান ২২ টি নির্বাচনী ইস্তেহার প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেন। যা সকল মানুষের কল্যাণকর দিক নির্দেশনা মূলক। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় পেশাজীবি এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও দৈনিক জনতার বিপ্লব ২৪ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ওমর ফারুক সহ বিভিন্ন টিভি ও পত্রিকার সংবাদকর্মী। গুরুত্বপূর্ণ ২২ টি প্রস্তাব ১) গৃহিনী মায়েদের রাস্ট্রীয় স্বীকৃতি ২) বেকার যুব সমাজকে রাস্ট্রীয় খরচে প্রশিক্ষণ ও বিদেশে কর্ম-সংস্থান ৩) সরকারী চাকুরীতে বয়সসীমা উন্মুক্ত করন/অভিজ্ঞতা ভিত্তিক ব্যবস্থা ৪)বিক্রয় ও বিপরণ পেশাজীবীদের কর্ম নিরাপত্তা ৫)এ এম বল্প "হোম ইয়ার্ড ইকোনোমি" বাস্তাবায়ন ৬) সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাধীন কর্ম পরিবেশ ৭) ধর্মীয় নেতৃত্নের রাস্টীয় সম্মান ৮) প্রাথমিক শিক্ষকদের প্রথম শ্রেণির মর্যাদা ৯)শিক্ষা, বিজ্ঞান ওগবেষনায় অগ্রাধিকার ১০) দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ১১)সার্বভৌমত্ত ও স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার
১৩) গৃহ- গৃহকর্মীদের আর্থিক ও কর্ নিরাপত্তা ১৪) নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ১৫) স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন ১৬) নেশা ও মাদকমুক্ত দেশ গঠন ১৭) নারী ও কন্যাশিশু সুরক্ষা ১৮) সিনিয়র সিটিজেন সুরক্ষা নিশ্চিতকরণ ১৯) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন কর্মসূচি ২০) গ্রাম হবে অর্থনৈতিক সোপান ২১) প্রবাসী কল্যাণ ও সুরক্ষা বাস্তবায়ন ২২) পরিবেশ ও জলবায়ু সুরক্ষা।